২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভেনিজুয়েলা থেকে বিরোধী নেতা পালিয়েছেন : মাদুরোর দাবি

বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো - সংগৃহীত

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন, বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো দেশ ছেড়ে পালিয়েছেন।

সোমবার মাদুরো এ দাবি করেন। একইসাথে প্রেসিডেন্ট নির্বাচনের পরে বিরোধী নেত্রীর এই প্রস্থানকে জালিয়াতি বলে নিন্দা করেন তিনি।

জুলাইয়ের নির্বাচনে মাদুরো নিজেকে বিজয়ী দাবি করার পর আগস্ট থেকে মাচাদো ভেনিজুয়েলায় আত্মগোপনে রয়েছেন।

বিরোধী দল জোর দিয়ে বলেছে, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া নিরঙ্কুশ ভোটে জয়লাভ করেছেন। গঞ্জালেজ উরুতিয়া এখন স্পেনে নির্বাসিত।

মাদুরো সরাসরি মাচাদোর নাম উল্লেখ না করে তার টেলিভিশন প্রোগ্রামে সহাস্যে বলেন, ‘কাউকে না বলে তিনি দেশ ছেড়েছেন, আমার সূত্র আমাকে বলেছে, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।’

তিনি বিরোধীদের কাপুরুষ অভিহিত করে বলেন, তারা ঘৃণা ও অসহিষ্ণুতার বার্তা চালু করতে পারদর্শী।

তবে বিরোধীরা তাৎক্ষণিকভাবে মাদুরোর মন্তব্যের কোনো পাল্টা মন্তব্য করতে অস্বিকার করেছে।
সূত্র : এএফপি, বাসস


আরো সংবাদ



premium cement
প্রধান উপদেষ্টাকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন ট্রাম্প মনোনীত বিশেষ দূতের ইমরান খানের পক্ষের টুইট নিয়ে রাজনৈতিক জল্পনা ভারত ও চীনের সম্পর্কের বরফ এ বছর গলতে শুরু করেছে বে-টার্মিনালে দিনে ক্ষতি ১০ লাখ ডলার আরাফাতের জানাজায় আন্দোলনে আহত শিক্ষার্থীরা প্রশাসনে আসছে তিন স্তরের পদোন্নতি : যাচাই হচ্ছে দেড় হাজার কর্মকর্তার তথ্য হাসিনা এত পাপ করেছে যে পালানো ছাড়া পথ ছিল না : ফখরুল হজ ব্যবস্থাপনা সুন্দর করতে সব ধরনের চেষ্টা করছে সরকার চিকিৎসার জন্য বিদেশ যাওয়া হলো না আরাফাতের ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপকে ব্রিটেনে জিজ্ঞাসাবাদ পূর্ণ শক্তি নিয়ে কাজে ফিরতে চায় পুলিশ

সকল