কঙ্গোতে নৌ-দুর্ঘটনায় ৮৭ জনের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ অক্টোবর ২০২৪, ১০:০২
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিভু হ্রদে নৌকা ডুবে কমপক্ষে ৮৭ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণ কিভু প্রদেশের মিনোভা শহর থেকে আসা নৌকাটি উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমার উপকণ্ঠে কিতুকু বন্দরের কাছে ডুবে যায়।
প্রাদেশিক সরকার জানায়, এখনো ৭৮ জন নিখোঁজ রয়েছে।
উদ্ধার হওয়া ৮৭টি লাশ গোমার জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। আরো নয়জনকে হাসপাতালে ভর্তি আছে। নৌকাটিতে কতজন যাত্রী ছিল তা এখনো জানা যায়নি।
তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ধারণক্ষমতার অধিক যাত্রী বহন করছিল এটি।
কিতুকু বন্দরের কর্মীরা জানান, অনেক বেশি ঢেউ থাকায় বন্দর থেকে প্রায় ৭০০ মিটার দূরে ডুবে যায় ফেরিটি।
বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত স্বজনদের পাওয়ার আশায় কিতুকু বন্দরে অনেককে অপেক্ষা করতে দেখা যায়।
সশস্ত্র গোষ্ঠী এবং ডিআরসি সামরিক বাহিনীর মধ্যে সংঘাতের কারণে গোমা ও মিনোভার সংযোগ সড়কগুলো কয়েক মাস ধরে বিচ্ছিন্ন। এ কারণে নৌ-পথের ওপর বেশি চাপ পড়তে থাকে। তীব্র বাতাস ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে কিভু হ্রদে প্রায়ই নৌ-দুর্ঘটনা ঘটে থাকে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা