২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাইজেরিয়ায় নৌকা ডুবে ১৬ জনের মৃত্যু

নাইজেরিয়ায় নৌকা ডুবে ১৬ জনের মৃত্যু - সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে কয়েক শ’ যাত্রী বোঝাই এটি নৌকা ডুবে গেলে ১৬ জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছে অনেকে।

বুধবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

নাইজার রাজ্যের জরুরি সংস্থার প্রধান আবদুল্লাহি বাবা আরাহ জানান, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপনের জন্য যাওয়ার পথে মঙ্গলবার নৌকাটি ডুবে যায়। যাত্রীদের বেশিভাগই নারী ও শিশু।

তিনি জানান, নৌকাটিকে প্রায় ৩০০ যাত্রী ছিল। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করায় গোলযোগ দেখা দিলে স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে মোকওয়ার কাছে নাইজার নদীতে নৌকাটি ডুবে যায়।

জরুরি সংস্থার প্রধান দুর্ঘটনার সুনিদিষ্ট কারণ জানাতে পারেননি। তবে ‘স্থানীয় সাহসী ডুবুরিরা’ ও স্বেচ্ছাসেবকরা প্রায় ১৫০ জনকে জীবিত উদ্ধার করে বলে জানিয়েছেন।

জরুরি সংস্থার মুখপাত্র ইব্রাহিম আউদু হোসেইনি বার্তাসংস্থা এএফপিকে জানান,এখনো পর্যন্ত ১৬ জনের লাশ পাওয়া গেছে। এদের মধ্যে দু’জন নারী ও ১৪ জন পুরুষ রয়েছে।

বুধবার দিনের শেষে তিনি জানান, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। আরো যাত্রী উদ্ধার করা যাবে বলেও তিনি আশা করেন।

দুর্বল নৌ-চলাচল ব্যবস্থার কারণে, বিশেষ করে বর্ষাকালে পানিতে নদী ও হ্রদগুলো ফুলে ওঠে। তখন নৌকা ডুবির ঘটনা সাধারণ ঘটনায় পরিণত হয়।

গত মাসে ধারণ ক্ষমতার বেশি ৫০ জনেরও বেশি কৃষক নিয়ে জামপারা রাজ্যের গুম্মি নদীতে ডুবে গেলে ৪০ জনেরও বেশি কৃষক প্রাণ হারায়। নাইজেরিয়ার কানু থেকে এএফপি এ খবর জানায়।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
নির্বাচনী সংস্কার প্রসঙ্গে একটি প্রস্তাব ওষুধ কোম্পানি থেকে চিকিৎসকদের কমিশন নেয়া অনৈতিক : এ কে আজাদ খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বানোয়াট সাক্ষ্যের পতন হাটহাজারীতে সা’দপন্থীদের নিষিদ্ধের দাবিতে ওলামা পরিষদের বিক্ষোভ-মিছিল ফের পাকিস্তান থেকে এলো জাহাজ, এবার রয়েছে যেসব পণ্য কাবাঘরে ‌‘জয় বাংলা' স্লোগান’, পরিচয় জানা গেল সেই যুবকের গাজীপুরে বেক্সিমকোর বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ ‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি : জাতীয় নাগরিক কমিটি ‘ব্যাটারিচালিত রিকশা লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনা হবে’ ঐক্যবব্ধভাবে জুলুম-নির্যাতনকারীদের প্রতিরোধ করতে হবে : অধ্যাপক মুজিবুর বাউফলের ধানদী কামিল মাদরাসা সুবর্ণজয়ন্তী উদযাপন

সকল