অধ্যাপক নজরুল বিএসএমএমইউ’র নতুন রেজিস্ট্রার
- নিজস্ব প্রতিবেদক
- ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৬
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা: মো: নজরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রারের শূন্য পদে নিয়োগ দেয়া হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) রেজিস্ট্রার পদে তাকে নিয়োগ দেয়া হয়। তিনি তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে অফিস আদেশে বলা হয়েছে।
অধ্যাপক মো: নজরুল ইসলাম বিএসএমএমইউ’র রেডিওলজি বিভাগের একজন এফসিপিএস, এমডি ও এমফিল ডিগ্রিধারী ডাক্তার। বাংলাদেশে মর্যাদাবান ইনডেক্স জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে ১৩ পাবলিকেশন রয়েছে এবং নন ইনডেক্স জার্নালে ২৩ পাবলিকেশন রয়েছে।
তিনি বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ থেকে ১৯৯৪ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা