১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বৌদ্ধ পূর্ণিমাকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। - ফাইল ছবি

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমাকে ঘিরে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

ডিএমপি সদর দফতরে এক সমন্বয় সভায় ডিএমপি কমিশনার সুনির্দিষ্ট ঝুঁকি না থাকা সত্ত্বেও সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন,‘সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি না থাকলেও আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’

সভায় আগামী ২২ মে আসন্ন বুদ্ধ পূর্ণিমা উদযাপনের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার ওপর আলোকপাত করা হয়। ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও আশ্বাস দেন হাবিবুর রহমান।

সম্ভাব্য নাশকতা রোধে ডিএমপি কর্মকর্তা ও বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। তিনি অনুষ্ঠান আয়োজকদের সর্বোচ্চ সতর্কতা গ্রহণের আহ্বান জানান।

নগরীরর একাধিক অনুষ্ঠানস্থলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সহযোগিতামূলক পদ্ধতির ব্যাখ্যায় ডিএমপি কমিশনার বলেন,‘প্রতিটি স্থানে একটি কেন্দ্র থাকবে, যেখান থেকে আয়োজক এবং পুলিশ সমন্বিতভাবে কাজ করবে।’

হাবিবুর রহমান বলেন, বাংলাদেশে ধর্মীয় উত্তেজনাকে কেন্দ্র করে অনেক ঘটনা সংঘবদ্ধ প্রচেষ্টার পরিবর্তে অনেক সময় গুজব ও ছোটখাটো ঘটনার ওপর ভিত্তি করে ঘটে। তিনি বলেন, ‘শুরু থেকেই তাদের প্রতিরোধে আমাদের সবাইকে সক্রিয় হতে হবে।’

বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানকে ঘিরে সিসিটিভি, আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে নজরদারি বাড়ানোর মাধ্যমে উৎসবের আগের দিন থেকে পুলিশের উপস্থিতি বাড়ানো হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (সার্বিক) খন্দকার মহিদ উদ্দিন, মো: মুনিবুর রহমান, মো: আসাদুজ্জামান ও মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৌদ্ধ সম্প্রদায়ের নেতা এবং বিভিন্ন নগর ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
রাজবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা নাজিরপুরে আ’লীগের ৫ নেতা গ্রেফতার নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা

সকল