০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

চাকরি জাতীয়করণসহ ২ দাবি গ্রাম পুলিশের

চাকরি জাতীয়করণসহ ২ দাবি গ্রাম পুলিশের - ছবি : সংগৃহীত

চাকরি জাতীয়করণসহ দুই দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন গ্রাম পুলিশের সদস্যরা।

শুক্রবার (৩ মে) পঞ্চম দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এর আগে গত সোমবার (২৯ এপ্রিল) সকাল থেকে তারা বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির ব্যানারে এই অবস্থান কর্মসূচি শুরু করেন।

তাদের দুই দফা দাবি হলো, অন্য বাহিনীর মতো স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদে কর্মরত ৪৭ হাজার গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ করতে হবে। একইসাথে গ্রাম পুলিশদের সর্বজনীন পেনশন স্কিমের আওতাভুক্ত না করা।

অবস্থান কর্মসূচি থেকে গ্রাম পুলিশরা বলেন, স্বাধীনতার পর আজ ৫৩ বছর পার হয়ে গেল। অথচ এখনো ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া পে-স্কেলে প্রজ্ঞাপনপত্র ১৯৭৬ সালে ১ জানুয়ারিতে জারিকৃত পরিপত্র বাস্তবায়ন করা হয়নি।

তারা আরো জানান, বাংলাদেশ সরকার ২০০৯ সালে জাতীয়করণের পরিপত্র জারি করে এবং ২০১১ সালে জাতীয়করণের গেজেট প্রকাশের পরেও গ্রাম পুলিশ সদস্যদের জাতীয়করণের গেজেট মোতাবেক বেতন না দিয়ে নামমাত্র ৬ হাজার ৫০০ টাকা বেতন দেওয়া হচ্ছে, তাও আবার অনিয়মিত। অথচ গেজেট মোতাবেক বেতন না দেয়া হলেও গেজেট মোতাবেক নিয়োগ বিধান, শাস্তির বিধান ও গেজেটসহ অন্যান্য সরকারি চাকুরিজীবীদের মতো দায়িত্ব পালনসহ অন্যান্য বাহিনীর ন্যায় আমাদের ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করানো হচ্ছে। এই নামমাত্র বেতন দিয়ে সংসারের খরচ বহন না করতে পেরে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে দেশের ৪৭ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিম ঘোষণা করার পর থেকে দেশের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা গ্রাম পুলিশ সদস্যদের বেতন বন্ধ করে দেবে এবং চাকরি থেকে বরখাস্ত করার ভয়-ভীতি দেখিয়ে পেনশন স্কিম করতে বাধ্য করছে। এমতাবস্থায় গ্রাম পুলিশদের সর্বজনীন পেনশন না করানোর জন্য এবং বঙ্গবন্ধুর দেয়া পে-স্কেলের প্রজ্ঞাপন পত্রের বাস্তবায়ন ও বাংলাদেশ সরকারের ২০১১ সালের জাতীয়করণের গেজেট বাস্তবায়নে জন্য সংশ্লিষ্ট মন্ত্রী এবং প্রধানমন্ত্রী প্রতি অনুরোধ জানাচ্ছি।

এ সময় দাবি আদায়ে প্রধানমন্ত্রীর ঘোষণা না আসা পর্যন্ত লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেনবঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: লাল মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরশেদ আলী, প্রচার সম্পাদক পিলটন সরকার, সদস্য মো: তরিকুল ইসলাম, মো: সুমন শেখ ও আমির হোসেন।


আরো সংবাদ



premium cement