ফুটপাত-সড়কে কিছু পাওয়া গেলে তাৎক্ষণিক নিলাম : আতিকুল
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ সেপ্টেম্বর ২০২০, ২০:০৪
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকার ফুটপাত ও সড়কে নির্মাণ সামগ্রী, স্থায়ী বা অস্থায়ী দোকান, অবকাঠামো ইত্যাদি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা নিলামে দেয়ার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
শুক্রবার এক ভার্চুয়াল সভায় অংশ নিয়ে ডিএনসিসির কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে মোবাইল কোর্ট ও নিলাম কার্যক্রম শুরু হবে।
মেয়র বলেন, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন যে সকল জলাশয়ে কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে না, তাদেরকে মশা থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে কচুরিপানা পরিষ্কারে বাধ্য করতে হবে।
এছাড়া অবৈধ বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ডিএনসিসি মেয়র।
সভায় অন্যান্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা