২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

'মুভমেন্ট পাস' ছাড়া ঢাকায় প্রবেশ বা বের হওয়া যাবে না

'মুভমেন্ট পাস' ছাড়া ঢাকায় প্রবেশ বা বের হওয়া যাবে না - সংগৃহীত

আগামীকাল শুক্রবার থেকে মুভমেন্ট পাস ছাড়া ঢাকা থেকে বের হওয়া বা বাইরে থেকে ঢাকায় প্রবেশ করা যাবে না। তবে অনলাইনেই এই পাস সংগ্রহ করা যাবে।

করোনাভাইরাসের কারণে চলমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশ অনলাইনে আবেদন করলে যথোপযুক্ত কারণ দেখিয়ে বাইরে যাবার অনুমতি দিচ্ছে। অনলাইনে আবেদন করতে হবে https://movementpass.police.gov.bd এই ঠিকানায় গিয়ে।

এই লিংকে ঢুকে মুভমেন্ট পাস ক্লিক করে নিজের মোবাইল নাম্বারটি দিতে হবে। তাহলে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপি প্রবেশ করালে আপনি পাস এর জন্য আবেদন করতে পারবেন।

মুভমেন্ট পাস এর জন্য যেসব তথ্য লাগবে সেগুলো হলো :
১. যে থানা এলাকা থেকে যাবেন
২. যে থানা এলাকায় যাবেন
৩. আবেদনকারীর নাম
৪. লিঙ্গ
৫. বয়স
৬. ভ্রমণের কারণ
৭. পাস ব্যবহারের তারিখ ও সময়
৮. পাশের মেয়াদ শেষের তারিখ ও সময়
৯. পরিচয় পত্র
১০. নিজস্ব গাড়ি কিনা
১১. আবেদনকারীর ছবি

যে সব কারণ বিবেচনায় মুভমেন্ট পাস দেওয়া হবে সেগুলো হলো :
১. মুদি মালামাল কেনাকাটা
২. কাঁচা বাজার
৩. ওষুধ ক্রয়
৪. চিকিৎসা
৫. চাকরি
৬. কৃষিকাজ
৭. পণ্য পরিবহন
৮. পণ্য সরবরাহ
৯. ত্রাণ বিতরণ
১০. পাইকারি/খুচরা ক্রয়
১১. পর্যটন
১২. মৃতদেহ সৎকার
১৩. ব্যবসা
১৪. অন্যান্য

পরিচয়পত্র হিসেবে যেগুলো ব্যবহার করা যাবে
১. জাতীয় পরিচয় পত্র
২. ড্রাইভিং লাইসেন্স
৩. পাসপোর্ট
৪. জন্ম নিবন্ধন
৫. স্টুডেন্ট আইডি

ঢাকায় প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে, একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য দুটি আলাদা পাসের আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করে অনলাইনেই পাস পেয়ে যাবেন আবেদনকারী।


আরো সংবাদ



premium cement