২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শনিবার দেশের ৬৩৩ থানায় প্রীতিভোজ

শনিবার দেশের ৬৩৩ থানায় প্রীতিভোজ - সংগৃহীত

শনিবার দেশের প্রতিটি থানায় পুলিশের প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে খাওয়া-দাওয়া এবং গানবাজনার আয়োজন। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিটি থানায় নির্দেশনা জারি করা হয়েছে। প্রতিটি থানায় পুলিশ সদর দপ্তর থেকে গত বৃহষ্পতিবার বরাদ্দ পাঠানো হয়েছে বলে জানা গেছে। মাঠ পর্যায়ের একাধিক সদস্য বলেছেন, পুলিশ সদর দপ্তরের এই আয়োজনে তারাও খুশি। রোববার পুলিশ সদর দপ্তরে প্রীতি ভোজ হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতিমধ্যেই প্রীতিভোজের খাবারের তালিকা ঠিক করা হয়েছে। তাতে থাকবে পেলাও, মোরগের রোষ্ট, গরু ও খাসির রেজালা, মুরগীর গিলাকলিজা দিয়ে বুটের ডালের লটপটি, বোরহানি, পায়েস ও সফট ড্রিংকস।

পুলিশ সূত্র জানায়, এটা শুধু পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। থানায় কর্মরত সকল পুলিশ সদস্য এবং ফাঁড়ি পুলিশ, ক্যাম্প পুলিশ ও সংশ্লিষ্ট থানায় কর্তব্যরত আনসার বাহিনীর সদস্যরা অংশ নেবেন। আইজিপি প্রীতিভোজে এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানানো হবে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ৬৩৩ থানায়ই দুপুরে এই প্রীতিভোজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সাংস্কৃতি অনুষ্ঠানের কারনে কোনো কোনো থানা বিশেষ অনুমতি নিয়ে প্রীতিভোজ সাংস্কৃতিক অনুষ্ঠান দুটো পর্বই রাতে করবে।

মাঠ পর্যায়ের একাধিক পুলিশ সদস্য বলেন, দিনরাত কাজ করে তারা বিনোদন থেকে একেবারেই দূরে। দিনরাত তাদেরকে পরিশ্রম করতে হয়। এরকম আয়োজন তাদের অনেক বড় পাওয়া।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, আইজিপি প্রীতভোজ পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত হবে রোববার। আইজিপির আমন্ত্রনে এদিন পদস্থ পুলিশ কর্মকর্তারা প্রীতিভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে এ অনুষ্ঠানেও বাইরের কোন গেষ্ট থাকবেন না বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement
সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা

সকল