ডিএমপির ৪ কর্মকর্তাকে পদায়ন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪২
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক দু’ আদেশে এই পদায়ন করা হয়। পদায়নকৃত কর্মকর্তাদের নাম ও তালিকা বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে ডিএমপি।
তারা হলেন উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মারুফা নাজনীনকে ডিএমপির পিআর অ্যান্ড এইচআর বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রেনিং) হিসেবে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল ইমরানকে স্টাফ টু কমিশনার হিসেবে ডিএমপি সদর দফতরে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার এ কে এম দৌলত আকবরকে ডিএমপি ট্রাফিক বিভাগের ট্রাফিক অ্যাডমিন, রিচার্জ অ্যান্ড কন্ট্রোল সেন্টারে এবং সহকারী কমিশনার মো: হাবিবুর রহমানকে ডিএমপির উত্তরা বিভাগে (পেট্রল-উত্তরা পূর্ব) পদায়ন করা হয়েছে।