২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

২৭তম বিসিএসে বঞ্চিতরা চাকরি পাবেন কিনা, রায় বৃহস্পতিবার

২৭তম বিসিএসে বঞ্চিতরা চাকরি পাবেন কিনা, রায় বৃহস্পতিবার - ছবি : সংগৃহীত

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত এক হাজার ১৩৭ জন চাকরি ফেরত পাবেন কিনা সে বিষয়ে রায় ঘোষণা হবে আগামীকাল বৃহস্পতিবার।

আজ বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদসহ পাঁচ সদস্যের আপিল বিভাগ শুনানি শেষে এ দিন ঠিক করেন।

২০১০ সালের ১১ জুলাই ২৭তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ। পরে রায় পুনর্বিবেচনার আবেদন করেন নিয়োগ বঞ্চিতরা।

পরে গত বছরের ৭ নভেম্বর ওই আবেদন শুনানি হবে বলে জানায় আপিল বিভাগ।

আবেদনকারীদের আইনজীবী সালাহ উদ্দিন দোলন সাংবাদিকদের বলেন, এক-এগারোর সরকারের সময় ২৭তম বিসিএসে দ্বিতীয়বারের মতো মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়।

এক হাজার ১৩৭ জন চূড়ান্ত সুপারিশের পর চাকরিতে প্রবেশ করবেন এমন অবস্থায় ওই সিদ্ধান্ত হয়। পরে দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে মামলা হয়।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement