সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরো ৫০৯ জন গ্রেফতার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২০
সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে আরো ৫০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা এবং ওয়ারেন্ট মূলে মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫০৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ান্টেমূলে ৯৪৮ জনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়, দেশব্যাপী অভিযানে যৌথবাহিনী ১টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটারগান, ১টি কার্তুজ, ১০টি রামদা, ১টি চাইনিজ ছুরি, ১টি দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত ছুরি, ২টি চাইনিজ চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ৩টি কাঠের বাটযুক্ত দা, ৪টি ধামা এবং ১টি দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত কুড়াল উদ্ধার করেছে।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা