১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

সিএমপির সাবেক কমিশনার সাইফুল গ্রেফতার

সিএমপির সাবেক কমিশনার সাইফুল - ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় জড়িত চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম নগরীর চন্দনাইশ থানায় এক ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে এই গ্রেফতারি অভিযান চালানো হয়। এই হত্যাকাণ্ডটি জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সংঘর্ষের সাথে জড়িত।

পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলামের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাইফুল ইসলামকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। সিএমপির একটি দল তাকে চট্টগ্রামে আনার জন্য ঢাকা গেছে। তাকে আনা হলে আদালতে তোলা হবে।

সাইফুল ইসলাম ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের ৩২তম কমিশনার। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম ব্যাচের কর্মকর্তা। সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেয়ার আগে তিনি ঢাকার মেট্রোরেল (এমআরটি)-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ২৩ জুন ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয় সাইফুল ইসলামকে। ৪ জুলাই তিনি সিএমপিতে যোগদান করেন। সরকার পতনের পর ২১ আগস্ট তাকে সারদা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে বদলি করা হয়।


আরো সংবাদ



premium cement
ছেলেসহ সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বিরুদ্ধে প্রতিবেদন ৭ মে বিএনপি নির্মূলের ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু হয়েছে আরো শক্তিশালী : গয়েশ্বর বছর পার না হতেই আবারো ভেঙে পড়ল ভারতীয় সেনানির্মিত তিস্তা সেতু ‘ফ্যাসিস্ট সরকার দেশের কৃষিকে ধ্বংস করেছে’ আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান প্রধান উপদেষ্টার খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্টে আটক আরো ১৫ বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে বেতার সহযোগী শক্তি হিসেবে কাজ করছে : প্রধান উপদেষ্টা বাগেরহাটের শরণখোলায় গৃহবধূর লাশ উদ্ধার ‘শেখ হাসিনার দুঃশাসন বাংলার মানুষ আর চায় না’ শিক্ষার্থীদের ভোটে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের নেতৃত্ব নির্বাচিত গাজা নিয়ে ট্রাম্পের দেয়া বক্তব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : জামায়াত

সকল