০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

সৌদি আরব ও আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিমানবাহিনী প্রধান

হাসান মাহমুদ খাঁন - ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান অ্যায়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে শনিবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান রয়েল সৌদি অ্যায়ারফোর্সের কমান্ডারের আমন্ত্রণে ৯-১৩ ফেব্রুয়ারি সৌদি আরব সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান রয়েল সৌদি অ্যায়ারফোর্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং রয়েল সৌদি অ্যায়ারফোর্সের কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

এছাড়াও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের আমন্ত্রণে ১৪-১৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। সংযুক্ত আরব আমিরাত সফরকালে বিমানবাহিনী প্রধান অ্যায়ার স্টাফ টক অ্যান্ড এক্সচেঞ্জিং ট্রেনিং অ্যান্ড এক্সারসাইজ ও সংযুক্ত আরব আমিরাত বিমানবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। সংযুক্ত আরব আমিরাতের বিমানবাহিনীর কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন তিনি।

আইএসপিআর আরো জানায়, বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বিমানবাহিনী প্রধান সফর শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।


আরো সংবাদ



premium cement
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে `সাংবাদিকতায় মেধাস্বত্ত্বের চর্চা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়তে চাই : এ টি এম মাসুম আইন কেউ নিজের হাতে তুলে নেবে না সেটাই আমরা চাই : মেজর হাফিজ রোহিঙ্গা সঙ্কটের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসঙ্ঘ প্রধান আওয়ামী লীগের বড় শত্রু শেখ হাসিনা : আব্দুল্লাহ মুহাম্মদ তাহের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২ হলের নাম পরিবর্তন পুলিশের এক ডিআইজি ও তিনজন এসপি আটক ‘ফ্যাসিস্ট আ’লীগ দেশে দুঃশাসন কায়েম করেছিল’ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্ম উপদেষ্টার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে : ভিপি নূর গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি, আহত ১

সকল