০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

তথ্য হালনাগাদ না করলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে - ফাইল ছবি

সরকারি কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ না করলে তা অসদাচরণ হিসেবে গণ্য করে সেই অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) আওতায় সহকারী সচিব থেকে সচিব কিংবা সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ‘এরইমধ্যে চাকরি-সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করার জন্য নির্দেশনা দেয়া হলেও অনেকে প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ না করায় কর্মকর্তাদের পদোন্নতি এবং পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে।’

আদেশে বলা হয়, জিইএমএসে অন্তর্ভুক্ত সব কর্মকর্তাকে সম্প্রতি তোলা ছবি (ছয় মাসের ঊর্ধ্বে নয়), পদায়ন, পদোন্নতি, শিক্ষাসংশ্লিষ্ট তথ্যাদি, মোবাইল নম্বর, ই-মেইল আইডিসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার জন্য পুনরায় অনুরোধ করা হলো।

যে সব কর্মকর্তার তথ্য হালনাগাদ পাওয়া যাবে না, তাদের পদোন্নতি/পদায়নে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিলম্ব/জটিলতার সৃষ্টি হতে পারে জানিয়ে মন্ত্রণালয় বলছে, বর্ণিত তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে বিষয়টি অসদাচরণ হিসেবে গণ্য করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ভোটার হালনাগাদ পরিদর্শনে ইসির উচ্চ পর্যায়ের কমিটি গঠন নওগাঁয় ১৪ লাখ ভারতীয় জাল রুপিসহ আ’লীগ নেতা গ্রেফতার রোগ প্রতিরোধ মোকাবেলায় একসাথে কাজ করবে বাংলাদেশ-ডেনমার্ক ১৫ বছর পর নির্বাচিত কমিটি পেল বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশন সিলেটে জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬ চৌদ্দগ্রামে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মাওলানা মুহিবুল্লাহ বরখাস্ত কর্মকর্তা ঊর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ রাবিতে কোরআন পোড়ানোর ঘটনায় মূল অভিযুক্ত আটক আগরতলায় বাংলাদেশ মিশনে আবারো ভিসা সেবা চালু হচ্ছে সাংবাদিক শিল্পীর পরিবারকে হয়রানি, জড়িতদের বিচার দাবি সিএমইউজের

সকল