২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

১১৫০টি সিমসহ দুই প্রতারক আটক

- ছবি : সংগৃহীত

মোবাইলে অ্যাপসের মাধ্যমে বিনিয়োগ ও অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে রাজধানী থেকে দুই ব্যক্তিকে আটক করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। এ সময় ১ হাজার ১৫০টি সিম কার্ড উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এ তথ্য জানিয়েছে।

গ্রেফতাররা হলেন ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর থানার মেরকুটা গ্রামের গোপাল চন্দ্র সেনের ছেলে পাপ্পু কুমার সেন (২৮) এবং ভোলা জেলার চরফ্যাশন থানার আমিনাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে মো: কাওসার (২৭)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডেমরার মাতুয়াইলের মোঘলনগর থেকে পাপ্পু কুমার সেন ও মো: কাওসারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত ১১৫০টি সিম কার্ড, একটি হার্ডডিস্ক ও মোবাইল ফোনসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তারা মোবাইল নম্বর দিয়ে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে উক্ত গ্রুপে বিভিন্ন ব্যক্তিদের যুক্ত করে তাদেরকে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে বিনিয়োগ করার প্রস্তাব দেয়। পরে ভুক্তভোগীরা অধিক মুনাফা লাভের আশায় ফাঁদে পড়ে এবং তাদের তৈরী অ্যাপসে নিজেদের নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে সেখানে লাখ-লাখ টাকা বিনিয়োগ করে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement