১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

নেটওয়ার্কবিহীন ভবনে বিসিএসের মৌখিক পরীক্ষা নেয়ার প্রস্তাব

‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন : অংশীজনের ভাবনা’ শিরোনামে বিভিন্ন পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কর্মশালা - ছবি : ইউএনবি

বিসিএসের মৌখিক পরীক্ষার স্বচ্ছতার জন্য নেটওয়ার্কবিহীন একটি ভবন করার প্রস্তাব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন : অংশীজনের ভাবনা’ শিরোনামে বিভিন্ন পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কমিশন সচিবালয়ে এক কর্মশালায় এমন প্রস্তাব দেয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। কর্মশালায় বিসিএস পরীক্ষা সম্পর্কে নিজেদের বক্তব্য তুলে ধরেন বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তারা বলেন, ‘মৌখিক পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য নেটওয়ার্কবিহীন একটি ভবন করা যেতে পারে। যেখানে শুধু মৌখিক পরীক্ষা গ্রহণকারী ব্যক্তিরা ও পরীক্ষার্থীরা অবস্থান করবেন। ফলে কোনো স্বজনপ্রীতি বা সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না।’

মৌখিক পরীক্ষায় যেন কোনো ধরনের অনিয়মের ঘটনা না ঘটে, সেজন্য সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষার্থীরা।

পিএসসি-এর সব পরীক্ষায় অংশগ্রহণে যোগ্য শিক্ষার্থীদের ইউনিক আইডি দেয়ারও দাবি করেন শিক্ষার্থীরা।

জবাবে অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, ‘এরইমধ্যে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এছাড়া যোগ্য ও উপযুক্ত কর্মকর্তা নিয়োগে শিক্ষার্থীরা কেমন কর্ম কমিশন চায়, তাদের মতামতের আলোকে স্বপ্নের কর্ম কমিশন গড়ে তোলা হবে।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
নিত্যপণ্যে ভ্যাটের বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে : অর্থ উপদেষ্টা গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে আলেম নির্যাতনের ইতিহাস অন্তর্ভুক্তির দাবি অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ শীতলক্ষ্যা নদী থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার চট্টগ্রামে গাছ থেকে পড়ে আহত দিনমজুরের মৃত্যু সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই : প্রধান উপদেষ্টা অবৈধভাবে নদীর পাড় কাটলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের হাতকে শক্তিশালী করতে হবে : আব্দুল হালিম এস আলমের সাড়ে ৩ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, প্রজ্ঞাপন জারি আখাউড়ায় কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে ৭ লাখ টাকা জরিমানা

সকল