০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

তিন জেলা জজকে বদলি

এ তথ্য নিশ্চিত করেছেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম - ছবি : বাসস

বিচার বিভাগের তিন কর্মকর্তাকে (জেলা জজ) বদলির আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ-এর বিচার শাখা-৩ উপসচিব (প্রশাসন-১) মো: আজিজুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের তিন সদস্যকে বর্তমান কর্মস্থল হতে বদলি করা হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (জেলা জজ) মো: আবদুর রহমান সরদারকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদারকে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব এবং গাজীপুরের জেলা ও দায়রা জজ শামীমা আফরোজকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা হিসেবে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বদলি করা হলো।


আরো সংবাদ



premium cement