০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

অডিটের খরচ তুলতে টাকা উত্তোলন, সাময়িক বরখাস্ত হিসাবরক্ষক

অডিটের খরচ তুলতে টাকা উত্তোলন, সাময়িক বরখাস্ত হিসাবরক্ষক - ছবি : নয়া দিগন্ত

ছুটির দিনে সারাদেশ থেকে জেলা, উপজেলা, কৃষি অঞ্চল ও হর্টিকালচার সেন্টারের হিসাবরক্ষকসহ সংশ্লিষ্টদের খামারবাড়ি ডেকে এনে টাকা উত্তোলনের ঘটনায় কৃষি মন্ত্রণালয়ের পার্টনার প্রকল্পের হিসাব রক্ষক মানিক পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইভাবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

অন্যদিকে, টাকা উত্তোলনের ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা, তা তদন্তে কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক (পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং) ড.ফ.ম. মাহবুবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত শুক্রবার রাতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার অনলাইন ভার্সনে ‘ছুটির দিনে সারাদেশ থেকে খামারবাড়ি ডেকে এনে টাকা তুলছে প্রকল্প অফিস’ এবং শনিবার প্রিন্ট ভার্সনে ‘ছুটির দিনে খামারবাড়ি অফিসে সারাদেশের হিসাব রক্ষকদের তলব’ শীর্ষক খবর প্রকাশিত হয়।

প্রকাশিত খবরে বলা হয়, সারাদেশ থেকে জেলা-উপজেলা, কৃষি অঞ্চল ও হর্টিকালচার সেন্টারের হিসাবরক্ষকদের ঢাকায় ডেকে এনে অডিটের (নিরীক্ষা) জন্য দুই থেকে আড়াই শতাংশ হারে টাকা তুলছেন কৃষির সবচেয়ে বড় প্রকল্প পার্টনার প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি)।

বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের অডিট সম্পন্ন করার জন্য সারাদেশ থেকে হিসাবরক্ষকদের খামারবাড়িতে প্রকল্প অফিসে ডাকা হয় শুক্রবার (৩ জানুয়ারি)। বিগত বছরে বরাদ্দকৃত অর্থের খরচের বিল ভাউচার বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয় তাদের।

তবে প্রকল্পসংশ্লিষ্টরা অডিট বা নিরীক্ষা সম্পন্নের জন্য খরচের নামে দুই থেকে আড়াই শতাংশ হারে টাকা নিচ্ছেন বলে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়। সেই হিসাবে দুই কোটিরও বেশি টাকা তোলার আয়োজন করেছে পার্টনার।

উল্লেখ্য, দেশের ৪৯৫টি উপজেলা, ৬৪ জেলা ছাড়াও ১৪টি কৃষি অঞ্চল এবং ৭২টি হর্টিকালচার সেন্টারের বেশ কিছু সেন্টারে পার্টনার প্রকল্পের কার্যক্রম রয়েছে।


আরো সংবাদ



premium cement