০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

‘জনবান্ধব প্রশাসন গড়তে আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে হবে’

অবসরপ্রাপ্ত বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশপনের সভা - ছবি : নয়া দিগন্ত

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ উপসচিব ও তদূর্ধ্ব পদে কোটা পদ্ধতি বাতিল ও সকল ক্যাডার সমতা এনে জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এক প্রতিবাদ সভা করেছে অবসরপ্রাপ্ত বিসিএস (কৃষি) অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (২ জানুযারি) রাজধানীর খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা জানানো হয়।

প্রতিবাদ সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, বৈষম্যহীন ও মেধাভিত্তিক জনপ্রশাসনের মাধ্যমেই প্রকৃত কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব। তারা জানান, একটি বিশেষ প্রশাসনিক ক্যাডার ক্ষমতা অপব্যবহার করে রাষ্ট্রকে ভুল পথে পরিচালিত করায় স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি এবং কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বাংলাদেশের ২৬ ক্যাডার সার্ভিসের মধ্যে ২৫টি ক্যাডার কর্মকর্তাদের পৃথক রেখে অনৈতিকভাবে পদ বর্হিভূত পদোন্নতিসহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন। তাদের কূটকৌশলের কারণে অন্য ক্যাডার সদস্যদের শুধু পদোন্নতি বঞ্চিতই করে নাই বরং সকল সুযোগ সুবিধা প্রদান করা থেকে বিরত রেখেছে। প্রশাসন ক্যাডারের আমলাতান্ত্রিক জটিলতার কারণে মাঠ পর্যায়ে জনগণ কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।

বক্তারা জানান, ১৯৮০ সালের সচিবালয় ক্যাডার বাতিল করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব থেকে সচিব পর্যন্ত পদের অতিরিক্ত সংখ্যক পদোন্নতি নিচ্ছে।

বক্তরা আরো জানান, বিসিএস (কৃষি) ক্যাডারের বঞ্চনার শিকার কর্মকর্তাদের তালিকা কৃষি মন্ত্রণালয়ে গেলেও অদৃশ্য কারণে এটি অগ্রগামী করা হচ্ছে না অথচ প্রশাসন ক্যাডারের সাত শতাধিক কর্মকর্তাদের তালিকা তৈরি করে ভূতাপ্রেক্ষিত সুযোগ সুবিধা প্রদানের বিষয়টি চূড়ান্ত করছে। এক্ষেত্রেও বৈষম্য বাড়ছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হাসানুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভা সঞ্চলনা করেন অ্যাসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল।

সভায় কৃষিবিদ মহাম্মদ মাইদুর রহমান, কৃষিবিদ মোসলেহ উদ্দিন ফারুক, কৃষিবিদ সালেকুর রহমান মাসুম, কৃষিবিদ মো: আসাদুল্লাহ, কৃষিবিদ মো: ইব্রাহিম খলিল, কৃষিবিদ ড. শহীদুল ইসলাম, বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ড. সাহিনুল ইসলাম, মহাপরিচালক মো: ছাইফুল আলম, অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো: রেজাউল ইসলাম (মুকুল), কৃষিবিদ মুহাম্মদ মাহবুবুর রশীদসহ অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল