০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

আরো ৮ শিক্ষানবিশ এসআইকে অব্যাহতি

আরো ৮ শিক্ষানবিশ এসআইকে অব্যাহতি - ছবি : সংগৃহীত

রাজশাহীর চারঘাটের সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আট উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর তাদের হাতে অব্যাহতিপত্র তুলে দেয়ার পাশাপাশি রাত ৯টার মধ্যে একাডেমি থেকে মৌখিকভাবে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ একাডেমি সারদার ভাইস প্রিন্সিপাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো: গোলাম রউফ খান।

এর আগে গত রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাঠে নির্দেশনা না মেনে ‘উচ্চ স্বরে হইচই’ করার অভিযোগে ওই আট এসআইকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছিল। নোটিশে তাদের তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশের চিঠিতে জানানো হয়েছিল, ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেয়া হবে।

৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। তারা গত বছরের ৪ নভেম্বর থেকে সারদায় বনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। তাদের মধ্যে তিন ধাপে ৩১৩ জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে শোকজ করে একাডেমি।


আরো সংবাদ



premium cement