০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

৪৩ তম বিসিএসে বাদ পড়াদের সচিবালয়ের সামনে অবস্থান

৪৩ তম বিসিএসে বাদ পড়াদের সচিবালয়ের সামনে অবস্থান - সংগৃহীত

সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন ৪৩তম বিসিএসের গেজেট থেকে দু’দফায় বাদ পড়া চাকরিপ্রার্থীরা। প্রজ্ঞাপনে আবারো অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তারা।

অবস্থান নেয়া চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, বুধবার সকালে তারা সচিবালয়ের সামনে জড়ো হন।

এর মধ্যে জনপ্রশাসন সচিব তাদের সাথে দেখা করার প্রতিশ্রুতি দেয়ছেন বলে তারা জানিয়েছেন।

৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সরকারি চাকরিতে ক্যাডার হিসেবে নিয়োগের জন্য প্রথম দফায় যাদের গেজেটভুক্ত করা হয়েছিল, তাদের মধ্যে ১৬৮ জনের নাম বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করা হয় সোমবার।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

গত ১৫ অক্টোবর যখন প্রথম দফার গেজেট প্রকাশ হয় ওই সময়েই ৯৯ জনকে বাদ দিয়ে গেজেট করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

তখন যাদের বাদ দেয়া হয়েছিল তার মধ্যে ৪৫ জন স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেয়নি। আর বাকি ৫৪ জন সরকারের ইচ্ছাতেই বাদ পড়েছিল।

আর প্রথম গেজেট থেকে কাটছাঁট করে আরো ১৬৮ জনকে বাদ দিয়ে ৩০ ডিসেম্বর দ্বিতীয় গেজেট প্রকাশ করা হয়েছে।

নতুন গেজেট প্রকাশের পর এখন এ বিসিএসে সব মিলে মোট ২২২ জন উত্তীর্ণ হয়েও বিভিন্ন ক্যাডারের চাকরিতে যোগদান করতে পারছেন না।

যারা বাদ পড়েছেন তাদের অনেকে তাদের ক্ষোভ ও হতাশার কথা জানিয়েছেন।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement