শহীদ পরিবার ও আহত ২,২২৮ জন পেলেন ৪৮ কোটি টাকা
- নিজস্ব প্রতিবেদক
- ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:০০
ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে ‘জুলাই শহীত স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এখন পর্যন্ত প্রায় ৪৮ কোটি টাকা (৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা) বিতরণ করা হয়েছে। ৬৪৮ শহীদ পরিবার এবং ১ হাজার ৫৮০ জন আহত ব্যক্তি মিলিয়ে মোট ২ হাজার ২২৮ জনকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ২ হাজার ২২৮ জনকে মোট ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা সহায়তা প্রদান করা হয়েছে’।
তিনি জানান, জুলাই অভ্যুত্থানে শহীদ ৬৪৮টি পরিবারকে ৩২ কোটি ৪ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে এবং আহত ১ হাজার ৫৮০ জনকে ১৫ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকার সহায়তা প্রদান করা হয়।
প্রাথমিকভাবে প্রতিটি শহীদ পরিবারকে ৫ লাখ এবং আহত ব্যক্তিদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা