০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`
প্রধান উপদেষ্টার সাথে শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ

পিলখানা হত‍্যাকাণ্ডের বিচার চাইলে অমানুষিক নিপীড়ন করা হতো

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে কথা বলছেন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের পরিবার - ছবি - নয়া দিগন্ত

পিলখানা হত‍্যাকাণ্ডে শহীদ সেনা পরিবারের সদস্যরা জানিয়েছেন, পিলখানা হত‍্যাকাণ্ডের বিচারের দাবি জানাতে গেলে তাদের ওপর অমানুষিক নিপীড়ন করা হতো। সত্য বলা থেকে বিরত রাখতে তাদের ওপর নানা ধরনের অত্যাচার চালানো হত।

ঢাকা সেনানিবাসের মইনুল রোডে শহীদ সেনা পরিবারকে পুনর্বাসনের যে প্রচারণা ফ‍্যাসিস্ট হাসিনার সরকার চালিয়েছে তা সর্বৈব মিথ্যা। কোনো শহীদ পরিবারকে সেখানে কোনো বাসা বরাদ্দ দেয়া হয়নি বলেও শহীদ সেনা পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে তারা এসব কথা বলেন। এসময় তারা পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবি জানান। একইসাথে ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার দাবিও জানান তারা।

প্রধান উপদেষ্টার সাথে আলাপকালে শহীদ পরিবারের সদস্যরা তাদের দুঃখ-দুর্দশা ও পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার কীভাবে তাদের ওপর মানসিক নিপীড়ন ও হয়রানি করেছে সেসবের বর্ণনা দেন।

শহীদ সেনা সদস্যদের সন্তানদের বিনা বেতনে লেখাপড়াসহ শহীদ পরিবারকে দেয়া আরো অনেক প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলেও জানান তারা।

এত বছরেও এ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘এত বছর ধরে এ হত্যাকাণ্ডের তথ্য গোপন রাখতে পারা এটা একটা অবিশ্বাস্য বিষয়। আজ আপনাদের কাছ থেকে অনেক বিষয় জানতে পারলাম।’

প্রফেসর ইউনূস আরো বলেন, ‘আমাদের যতটুকু সার্মথ্য আছে তা দিয়ে এ সংক্রান্ত সব তথ্য প্রকাশ করা হবে। যত দ্রুত সম্ভব এ ঘটনার সব তথ্য একত্রিত করতে হবে। সারাদেশের মানুষ এ হত্যাকাণ্ডের সাক্ষী। জাতির পক্ষ থেকে আমরা অনুভব করি যে, এ হত্যাকাণ্ডের বিচার আমাদের করতেই হবে।’

এসময় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান, উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদসহ আরো অনেকে।


আরো সংবাদ



premium cement
৪৩তম বিসিএস থেকে বাদপড়া ২২৭ জন প্রসঙ্গে যা জানাল সরকার সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান রাজশাহীর কাছে ৭ উইকেটে হারল ঢাকা ক্যাপিটালস ভাঙ্গায় ভ্যানচালকের লাশ উদ্ধার বান্দরবানে ১২টি সম্প্রদায়ের শান্তির লক্ষ্যে সম্প্রীতি মিছিল ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখরের নামে দুদকের মামলা বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশকারী ৩১ ভারতীয় জেলে কারামুক্ত হাওরে একদিকে নদী তীর রক্ষায় শতকোটি খরচ, অনদিকে বেপরোয়া বালু লুট সিলেট সীমান্তে ফের ২ ভারতীয় খাসিয়া আটক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

সকল