সচিবালয়ে আগুন : ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ চলছে যেভাবে
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৮
সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৬ থেকে ৯ নম্বর ভবনের কক্ষ, সরঞ্জাম, নথিপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলো এখন বিভিন্ন স্থানে অস্থায়ী অফিস স্থাপন করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সোমবার (৩০ ডিসেম্বর) ক্ষতিগ্রস্ত এসব মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, ক্ষতিগ্রস্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অস্থায়ী অফিসের কার্যক্রম চলছে আব্দুল গনি রোডের রেলভবনে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অফিসের কার্যক্রম চলছে জিরো পয়েন্টের জিপিও ভবনে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অস্থায়ী অফিস চলছে ফুলবাড়ীয়ার দক্ষিণ সিটি করপোরেশন ভবনে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অস্থায়ী অফিস চলছে জাতীয় ক্রিয়া পরিষদ, পুরানা পল্টন বায়তুল মোকাররম গেট। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অস্থায়ী অফিস চলছে বিজয়নগরের শ্রম ভবনে এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অস্থায়ী অফিস চলছে ১১ নম্বর ভবনে অর্থ উপদেষ্টার দফতরে।
সূত্র : ইউএনবি