২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করবে কমিশন : চেয়ারম্যান

বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করবে কমিশন : চেয়ারম্যান - ছবি : সংগৃহীত

নবগঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এএলএম ফজলুর রহমান ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের পুনঃতদন্তের আশ্বাস দিয়ে বলেছেন, বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে।

তিনি বলেন, ‘একটি জাতীয় ইস্যু হওয়ায় মর্মান্তিক এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ।’

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদর দফতরে কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আজ এ কথা বলেন।

কমিশন প্রধান বলেন, তারা তাদের মেধার সর্বোচ্চ ব্যবহার এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পুনঃতদন্ত শেষ করতে নিষ্ঠার সাথে কাজ করবেন। তিনি বলেন, বিদ্রোহের ঘটনায় ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে তারা অঙ্গীকারবদ্ধ।

গত ২৪ ডিসেম্বর গঠিত কমিশনকে বাংলাদেশ রাইফেলস (বিডিআর-বর্তমানে বিজিবি) হত্যাকাণ্ডের পুনঃতদন্তের জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছে। আলোচিত এ ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

মর্মান্তিক এ ঘটনার সাথে প্রাথমকিভাবে দেশি-বিদেশী ষড়যন্ত্রের প্রমান পাওয়া গেছে। তিন মাসের সময়সীমা বেঁধে দেয়া এ কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করবে।

কমিশনের অন্য ছয় সদস্য হলেন- মেজর জেনারেল মো: জাহাঙ্গীর আলম তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো: সাইদুর রহমান, বীরপ্রতীক, (অব.), অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: শরিফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো: শাহনেওয়াজ খান চন্দন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে : প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলদার থাকবে না ফ্যাসিবাদবিরোধী দলগুলোতে ঢোকার অপচেষ্টা আওয়ামী নেতাকর্মীদের বিমানে স্বর্ণ পাচার রোধে কঠোর হচ্ছে কাস্টমস গোয়েন্দা ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম : কমেছে আলু-পেঁয়াজের গাজায় হাসপাতালের কাছে ইসরাইলি হামলা : নিহত ৫০ ইয়েমেনে ইসরাইলি হামলা উদ্বেগজনক : জাতিসঙ্ঘ মহাসচিব চীন কেবল কৌশলগত অংশীদারই নয়, বন্ধুও : পররাষ্ট্র উপদেষ্টা

সকল