২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বড়দিন উদযাপনে ফানুস-আতশবাজি নিষিদ্ধ

বড়দিন উদযাপনে ফানুস-আতশবাজি নিষিদ্ধ - সংগৃহীত

বড়দিন উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের আতশবাজি, পটকা ও ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলীর সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়।

২০২৪ সালের ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হবে। উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ২৮ ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২৪ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর ২০২৪ রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বড়দিন নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement