পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করবে সংস্কার কমিশন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬
সরকারি চাকরিতে নিয়োগ, পাসপোর্টসহ অন্যান্য উদ্দেশে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘চাকরি নিয়োগসহ অন্যান্য বিষয়ে পুলিশ ভেরিফিকেশন এখন বাধ্যতামূলক, তবে আমরা তা বাতিলের সুপারিশ করছি। এটা কোথাও প্রয়োজন হওয়া উচিত নয়।’
সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘নাগরিক হিসেবে পাসপোর্ট পাওয়া আপনার অধিকার। পুলিশ ভেরিফিকেশন লাগবে কেন? ইংল্যান্ডে, আপনি যখন পাসপোর্টের জন্য আবেদন করেন, তখন এটি কেবল পোস্ট অফিসের মাধ্যমে আসে।’
সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানসহ কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা