সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা জারি
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ডিসেম্বর ২০২৪, ২১:৫৪
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে নতুন নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী সরকার। অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া বিদেশ ভ্রমণে যাওয়া যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।
গত সোমবার (৯ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।
মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে, সাধারণভাবে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হবে। বছরের সম্ভাব্য বিদেশ ভ্রমণের তালিকা জানিয়ে রাখতে হবে।
অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া একই মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের একসাথে ভ্রমণ পরিহার করার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে জাতীয় স্বার্থে ভ্রমণ অপরিহার্য হলে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে।
এতে আরো বলা হয়েছে, ‘সকল স্তরের সরকারি কর্মকর্তাগণ বিদেশে বিনোদন ভ্রমণ পরিহার করবেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘমেয়াদি শিক্ষা ছুটিতে যাওয়া পরিহার করবেন।’
এছাড়াও বিদেশ ভ্রমণের প্রস্তাব পাঠানোর ক্ষেত্রে প্রস্তাবিত কর্মকর্তার পূর্ববর্তী এক বছরের বিদেশ ভ্রমণের বিস্তারিত সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
এতে সকল স্তরের সরকারি কর্মকর্তাদের একাধারে বিদেশ ভ্রমণ পরিহার করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের সচিব ও অধীনস্ত অধিদফতর বা সংস্থা প্রধানরা ‘একান্ত অপরিহার্য জাতীয় স্বার্থ’ ছাড়া একসাথে বিদেশ ভ্রমণে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া, কেনাকাটা, প্রি-শিপমেন্ট ইন্সপেকশন বা এমন ক্ষেত্রে কেবল সংশ্লিষ্ট বিশেষজ্ঞ পাঠানোর বিষয় বিবেচনা করতে হবে। সরকারি অর্থে কম প্রয়োজনীয় ভ্রমণ অবশ্যই পরিহার করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা