কাজে যোগ দিলেন দুদকের নতুন চেয়ারম্যান
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন কাজে যোগ দিয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সেগুনবাগিচায় দুদক-এর প্রধান কার্যালয়ে আসেন তিনি। এ সময় অন্য কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
এ দিকে, দুদক-এর কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজীও আজ কাজে যোগ দিয়েছেন। তবে সদ্য নিয়োগ পাওয়া আরেক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদ ব্যক্তিগত কারণে যোগ দিতে পারেননি। তিনি পরে যোগ দেবেন বলে দুদক সূত্রে জানা গেছে।
এর আগে, মঙ্গলবার দুদক-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন ও কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬(১) ধারার বিধান অনুসারে তাদেরকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হলো। এর মধ্যে দুদক আইন, ২০০৪-এর ৫(১) ধারার বিধানমতে ড. মোহাম্মদ আবদুল মোমেনকে কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হলো। তাদের মধ্যে চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের এবং কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমরূপ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দু’ কমিশনার (তদন্ত) মো: জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা: আছিয়া খাতুন। এরপর থেকে দুদকের চেয়ারম্যান ও দু’ কমিশনার পদ খালি ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা