১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সায়েদুরের পদত্যাগ, কে হচ্ছেন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভিসি?

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় - ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো: সায়েদুর রহমান তার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি গত রোববার প্রতিমন্ত্রীর মর্যাদায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। এই পরিপ্রেক্ষিতে তিনি ভিসি’র পদ থেকে পদত্যাগ করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন। এ ব্যাপারে অধ্যাপক মো: সায়েদুর রহমান বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো: নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনিও সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

তবে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র নয়া দিগন্তকে জানিয়েছেন, অধ্যাপক সায়েদুর রহমান বিশ্ববিদ্যালয়কে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তিনি সোমবার সন্ধ্যার পর বিএসএমএমইউ’র ভিসি’র পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। আজ মঙ্গলবার তিনি একবার বিশ্ববিদ্যালয়ে আসবেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি মো: সায়েদুর রহমান পদত্যাগ করলে প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক মো: শাহীনুল আলমকে ভারপ্রাপ্ত ভিসি করা হতে পারে। তবে অধ্যাপক মো: শাহীনুল আলমের ঘনিষ্ঠ সূত্রগুলো বলেছেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত অধ্যাপক শাহীনুল আলমের পক্ষে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।

ভিসি অধ্যাপক সায়েদুর রহমানের বিশ্ববিদ্যালয়ে ছেড়ে যাওয়া প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইউরোলজির সিনিয়র অধ্যাপক ডা. মো: সাইফুল ইসলাম সেলিম বলেন, ভিসি অধ্যাপক মো: সায়েদুর রহমান আওয়ামী স্বৈরাচার আমলের ভিসিদের অধীনে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করে কুখ্যাত হয়ে আছেন। গত আগস্টের প্রথম থেকে বৈষম্যবিরোধীদের আন্দোলনের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রজনতার বিপ্লবের পক্ষের লোক হিসেবে দেখানোর চেষ্টায় সফল হয়েছেন। গত ২৮ আগস্ট ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার পর বিএসএমএমইউতে বিগত ১৮ বছরের বৈষ্যম, দুর্নীতি, অনিয়ম ও ৩ ও ৪ আগস্টের জালাও পোড়ানোর সাথে সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি করে আসছিলাম। কিন্তু তিনি চতুরতার সাথে কোনোই পদক্ষেপ নেননি। গত ২৮ আগস্ট থেকে সোমবার পর্যন্ত তিনি বিএসএমএমইউ’র একটি চিহ্নিত ধান্ধাবাজ গোষ্ঠীকে সাথে নিয়ে সময় ক্ষেপন করে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনে সহায়তা করেছেন। এবার তিনি জাতীয় পর্যায়ে তার ভূমিকায় আরো সফল হবেন বলে ধরে নেয়া যায়।

অধ্যাপক সাইফুল ইসলাম সেলিম, ‘৩৬ জুলাই’ বিপ্লবের অভিবাকদের এ ব্যাপারে সতর্ক দৃষ্টি দেয়ার আহ্বান জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement