২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ধর্মসচিব হলেন আফতাব হোসেন

আফতাব হোসেন প্রামাণিক - ফাইল ছবি

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) এ কে এম আফতাব হোসেন প্রামাণিক।

তাকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা মু. আব্দুল হামিদ জমাদ্দার চাকরির মেয়াদ শেষে গত ৩ নভেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

এতে বলা হয়, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড- ১) এ. কে. এম. আফতাব হোসেন প্রামাণিককে পদোন্নতি দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ/বদলি করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ. কে. এম. আফতাব হোসেন প্রামাণিককে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।

তিনি এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।


আরো সংবাদ



premium cement