১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

পুলিশের ৪৭ কর্মকর্তা বদলি

- ছবি : সংগৃহীত

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এর মধ্যে ২৬ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২১ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

বৃহস্পতিবার পুলিশ সদরদফতর থেকে জানানো হয়েছে, গত বুধবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে বদলি করা হয়।

বদলিকৃত কর্তকর্তারা হলেন রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজুকে সিআইডিতে, মাগুরা জেলার মো: কলিমুল্লাহকে নরসিংদীতে, জেনীর মুহাম্মদ শাহাদাৎ হোসেনকে সিআইডিতে, শিল্পাঞ্চল পুলিশের মো: আসাদুজ্জামানকে বগুড়ায়, ডিএমপির মো: আহসান হাবীব, মো: সোলায়মান মিয়া ও মো: নাজমুল হককে র‌্যাবে, ডিএমপির মো: খালেদ ইবনে মালেককে এপিবিএনে, বান্দরবানের হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমীকে সিআইডিতে, বগুড়া সদর সার্কেলের মো: শরাফত ইসলামকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে, নোয়াখালী বেগমগঞ্জ সার্কেলের মোহাম্মদ নাজমুল হাসান রাজিবকে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি), পুলিশ সদর দপ্তরের আবুল বাশারকে কুমিল্লায়, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো: রেজিনুর রহমানকে পাবনা জেলা পুলিশে, এসবি ঢাকার মো: সাইফুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে,

এপিবিএনের মো: আতিকুর রহমানকে পুলিশ সদরদফতরে, ফেনি সদর সার্কেলের থোয়াইঅংপ্রæ মারমাকে পিবিআইয়ে, মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি কলেজ থেকে এপিবিএনে বদলির আদেশপ্রাপ্ত শেখ নজরুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিসানুল হককে ডিএমপিতে, এসবির ফারহানা ইয়াসমিনকে এপিবিএনে, এসবির শুক্লা রায়কে র‌্যাবে, সিআইডির মো: সোহরোয়ার্দী হোসেনকে র‌্যাবে, সিআইডির জুয়েল চাকমাকে র‌্যাবে, নওগাঁ সদর সার্কেলের ফৌজিয়া হাবিব খানকে টাঙ্গাইল গোপালপুর সার্কেলে, ডিএমপির মো: শাহ কামালকে সিআইডিতে, খুলনা বি-সার্কেলের মো: আসিফ ইকবালকে ফরিদপুরের ভাঙা সার্কেলে বদলি করা হয়েছে।

বদলিকৃত সহকারী পুলিশ সুপাররা হলেন, এসবির সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: আবদুল হাইকে এসবি ঢাকায়, ঠাকুরগাঁও রানীশৈংকল সার্কেলের মো: ফারুক আহমেদকে সিআইডিতে, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের মো: নাজমুস সাকিবকে কিশোরগঞ্জের ভৈরব সার্কেলে, পুলিশ সদরদফতরের মো: আশরাফুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশে (আরএমপি), ডিএমপির মো: ইত্তেখায়রুল ইসলামকে এপিবিএনে, এসবি ঢাকার রাশেদুল ইসলামকে ডিএসবি ঢাকা জেলায়, ডিএমপির জাবেদ ইকবালকে র‌্যাবে, অধ্যায়নশেষে রিপোর্টকৃত রাকিবুল ইসলামকে পুলিশ সদরদফতরে, র‌্যাবের জামিলুল হককে লক্ষীপুরের রায়পুর সার্কেলে, ডিএমপির শিপ্রা রানী দাসকে এপিবিএনে, ডিএমপির মো: আবদুল হাদীকে এপিবিএনে, ডিএমপির সৌম্য শেখর পালকে এপিবিএনে, র‌্যাবের মো: ইকরামুল আহাদকে বরিশালের উজিরপুর সার্কেলে, এসবির পলাশ সাহাকে র‌্যাবে, ডিএমপির মিঠুন কুমার কুন্ডুকে র‌্যাবে, এসএমপি’র মো: গোলাম মোস্তফাকে নেত্রকোনা কেন্দুয়া সার্কেলে, এসএমপির মানবেন্দ্র সরকারকে এপিবিএনে, ডিএমপির কাজী মাহবুব আলমকে এপিবিএনে, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের মো: আবদুল আউয়াল সরদারকে এসবি ঢাকায়, ডিএমপির মো: রেজাউল করিম ভূঁইয়াকে এসবি ঢাকায় এবং ডিএমপির কাজী মিজানুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement