১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩০, ১৩ রবিউস সানি ১৪৪৬
`

চট্টগ্রাম ও সিলেটে আগের সব আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

নতুন করে সব পদে নিয়োগ
- ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন আদালতে আগের ৪৫৪ জন আইন কর্মকর্তার সবার নিয়োগ বাতিল করে সেখানে নতুন জনবল নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

এর মধ্যে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, বিভাগীয় বিশেষ জজ আদালতসহ অন্য আদালত ও ট্রাইব্যুনালে ৩৫১ জন আইন কর্মকর্তাকে নতুন নিয়োগ দেয়া হয়েছে।

একইভাবে সিলেটের আদালত গুলোতে নিয়োগ দেয়া হয়েছে ১০৩ জনকে।

ইতোমধ্যে এ বিষয়ে দু'টি নিয়োগ আদেশে জারিও করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

যেসব পদে নতুন লোক নিয়োগ দেয়া হয়েছে
সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, বিশেষ প্রসিকিউটর এবং সহকারী পাবলিক প্রসিকিউটর।

বুধবার রাতে জারি হওয়া ওই দু'টি নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement