১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩০, ১৩ রবিউস সানি ১৪৪৬
`

ঈদ ও পূজার ছুটি বাড়তে পারে

ঈদ ও পূজার ছুটি বাড়তে পারে -

আগামী বছর পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ছুটি পাঁচ দিন করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিনের প্রস্তাব করা হয়েছে।

এই ছুটির প্রস্তাবসহ ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের জন্য উঠছে।

এ সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক বসবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বর্তমানে ঈদের ছুটি তিন দিন। আর দুর্গাপূজার ছুটি এক দিন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ঈদ ও পূজার ছুটি বাড়ানোর দাবি অনেক আগে থেকেই। এবার এ বিষয়ে প্রস্তাব করা হয়েছে। এখন মূল সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। বৈঠকে অনুমোদন পেলে বাড়তি ছুটি কার্যকর হবে।


আরো সংবাদ



premium cement