১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩০, ১৩ রবিউস সানি ১৪৪৬
`

বিমানের প্রথম নারী পরিচালক হলেন তাসমিন দোজা

তাসমিন দোজা - ছবি : সংগৃহীত

প্রথম নারী ক্যাপ্টেন তাসমিন দোজা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন্স পরিচালক হিসেবে নিয়োগ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।

এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বসরা ইসলাম ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার(১৪ অক্টোবর) থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে।

বাংলাদেশ বিমানের ১৯৯৩ সালে ক্যাডেট পাইলট হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন ক্যাপ্টেন তাসমিন। ১৯৯৬ সালে তিনি উন্নত টার্বোপ্রপ বিমানে ফার্স্ট অফিসার পদে উন্নীত হন। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে তিনি ফকার এফ-২৮ বিমানের বেস ট্রেনিং এবং লাইন চেক ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিমানের বোয়িং ৭৩৭ বহরের চেক পাইলট ছিলেন।

তার বিস্তৃত উড্ডয়ন অভিজ্ঞতার পাশাপাশি, ক্যাপ্টেন তাসমিন গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। তিনি ফ্লাইট ডাটা মনিটরিংয়ের টিম লিডার এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। অতি সম্প্রতি তিনি বিমানের ফ্লাইট অপারেশন বিভাগের চিফ অব ট্রেনিং হিসেবে কর্মরত ছিলেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement