১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬
`

শিক্ষার্থী রাজন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আওয়ামী লীগ নেতা মো: শাহ আলম - ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মো: শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে শাহআলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

মঙ্গলবার ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেফতার শাহ আলম ৯৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

রাজধানীর মিরপুর-১০ -এ ফয়জুল ইসলাম রাজন হত্যার ঘটনায় গত ১৬ আগস্ট মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ -এর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় ফয়জুল ইসলাম রাজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত রাজনকে মিরপুর-৬ -এর একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গ্রেফতার শাহ আলমের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement