২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফ্যাসিস্ট ও গণহত্যার সমর্থক-জড়িত সাংবাদিকদের বিচার হবে : নাহিদ ইসলাম

- ছবি : ইউএনবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত 'ফ্যাসিবাদী' সরকারের সালে সরাসরি সংশ্লিষ্ট সাংবাদিক এবং সাম্প্রতিক গণহত্যায় উসকানি ও মদদদাতাদের বিচারের আওতায় আনা হবে।

তিনি জোর দিয়ে বলেন, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো মামলা দায়ের করা হয় তাহলে সেগুলো তদন্ত করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি কমিটি গঠন করবে।

রবিবার (১৩ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আন্দোলনের সময় আহতদের হাতে অনুদানের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে গণঅভ্যুত্থানে আহতদের এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

আহতদের বিদেশে চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি আশ্বস্ত করে বলেন, 'সংশ্লিষ্ট চিকিৎসকদের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি বলেন, 'ফ্যাসিবাদী সরকারের সাথে যারা সংশ্লিষ্ট, যারা গণহত্যায় উসকানি ও সমর্থন দিয়েছে তাদের বিচারের মুখোমুখি হতে হবে ‘

তিনি আরো বলেন, 'যদি কোনো সাংবাদিক বা তাদের পরিবার মনে করেন যে আইনি পদক্ষেপের মাধ্যমে তাদের প্রতি অন্যায় করা হচ্ছে, তাহলে আমরা তাদের উৎসাহিত করব তারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন।’

আহত ও নিহতদের আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, 'বর্তমানে একটি আইনি দল এ বিষয়ে কাজ করছে এবং আমরা এই মামলাগুলো বিশেষ ট্রাইব্যুনালে নিষ্পত্তি করা নিশ্চিত করব। অভ্যুত্থানের সময় যারা শহীদ ও আহত হয়েছেন তারা আমাদের জাতির বীর এবং আমরা বিভিন্ন দলের নেতাকর্মীদের আত্মত্যাগকে সম্মান জানাই।’

তিনি বলেন, 'শহীদ ও আহতদের যেন দলমত বা রাজনৈতিক ব্যানারের ভিত্তিতে ভাগ না করি। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তাদের আত্মত্যাগকে কাজে লাগানো থেকে আমাদের বিরত থাকতে হবে।’

ঢাকা মেডিক্যালে আসার আগে যারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন তাদের খরচও বহন করা হবে বলে নিশ্চিত করেন নাহিদ ইসলাম।

এ সময় ফাউন্ডেশনের সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জুলাই ফাউন্ডেশন থেকে আহতদের অনুদানের একটি হিসাব সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তিনি জানান, মোট ১২২ জনকে ১ লাখ ২২ হাজার ৬৪ হাজার ৪০০ টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ৩০ জনের মধ্যে ২৩ জনকে এক লাখ টাকার চেক ইস্যু করা হয়েছে। বাকি ৭ জন বিকাশের মাধ্যমে টাকা পেয়েছেন।

এছাড়া জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৩ জন এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউটে (পাঙ্গু হাসপাতাল) ৫৯ জনকে বিকাশের মাধ্যমে অর্থ দেয়া হয়েছে।

সব মিলিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখন পর্যন্ত ১৭৬ জন আহত ব্যক্তিকে ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা অনুদান দিয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
কারো লুটপাটের দায়ভার আমি নেব না : মেজর হাফিজ ‘যারা চাঁদাবাজি ও দখলবাজি করছে দেশের মানুষ তাদেরকেও বর্জন করবে’ দ্বিতীয় কোয়ালিফায়ার দিয়ে এনসিএলের ফাইনালে ঢাকা মেট্রো দেবিদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধ রক্ষার দাবি স্থানীয়দের ‘পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে’ জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ : সিলেটে জামায়াত আমির নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন তুরস্ক করবে : পররাষ্ট্রমন্ত্রী ফিদান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট গাজায় যুদ্ধুবিরতি চুক্তি সন্নিকটে : হামাস শহীদ আবু সাঈদকে কটূক্তি : ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী

সকল