পুলিশের ৬ ডিআইজিকে বদলি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ অক্টোবর ২০২৪, ২৩:৫৮
বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
বদলি হয়েছেন যারা
পুলিশ সদর দফতরের মো: আলী হোসেন ফকিরকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, পুলিশ সদর দফতরের মো: জিল্লুর রহমানকে রাজশাহী সারদা পুলিশ অ্যাকাডেমিতে, পুলিশ সদর দফতরের ড. মো: নাজমুল করিম খানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।
এছাড়া এসবির মীর আশরাফ আলীকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে, রেলওয়ে পুলিশের মো: আবদুল মালেককে ঢাকা টিডিএসের কমান্ড্যান্ট এবং রাজশাহী সারদা পুলিশ একাডেমির মো: গোলাম রউফ খানকে বদলি করা হয়েছে রেলওয়ে পুলিশে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা