০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

চার অতিরিক্ত সচিবকে ওএসডি

- ছবি : নয়া দিগন্ত

চার অতিরিক্ত সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক মাছুমুর রহমান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সদস্য সেলিম ফকিরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জনপ্রশাসন, পুলিশ, ক্যাডারসহ গুরুত্বপূর্ণ সরকারি পদগুলোতে ব্যাপক পরিবর্তন আসছে। একই সাথে পদোন্নতি ও নতুন করে নিয়োগ দেয়া হচ্ছে। পাশাপাশি অনেক কর্মকর্তাকে ওএসডি করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement