৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

‘ডিসি পদায়নে ৩ কোটির চেক’ বিষয়টি ভুয়া : জনপ্রশাসন সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোখলেস উর রহমান - ছবি : সংগৃহীত

‘তিন কোটি টাকার চেক দিয়ে ডিসির পদায়ন’ খবরটি ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোখলেস উর রহমান।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

‘ভুয়া’ একটি বিষয়কে জাতীয় পর্যায়ে এনে মানুষকে বিব্রত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বিষয়টি উদ্দেশ্যেপ্রণোদিত।

একটি জাতীয় দৈনিকে ‘তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন!’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি তদন্তে এক সদস্যের কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই কমিটির দেয়া তথ্য জানাতেই মূলত আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রতিবেদনে আসা ব্যবসায়ীর নাম উল্লেখ করে সচিব মোখলেস উর রহমান বলেন, ‘ওই ব্যক্তি পদ্মা ব্যাংকে একটি ভুয়া হিসাব খুলেছিলেন। নির্ধারিত ফরম পূরণ না করেই এই হিসাব খোলা হয়েছিল। ২০২৩ সালে দুই হাজার টাকা দিয়ে হিসাবটি খোলেন। তদন্তের সময় এ হিসাবে ব্যালেন্স ছিল শূন্য। তাতে যে ঠিকানা ছিল, সেই ঠিকানায় এই ব্যবসায়ী থাকেন না। তার মোবাইলফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।’

সচিব বলেন, ‘যে লোক তিন কোটি টাকার চেক দিতে পারেন, তিনি এত হালকা লোক হবেন? এতেই বোঝেন। এককথায় বলি, ভুয়া একটি বিষয়কে জাতীয় পর্যায়ে এনে মানুষকে বিব্রত করা হয়েছে। এতে কেউ ছোট হয় না। দিন শেষে যারাই এটি করেছেন, তারাই ছোট হন।’

কোনো সূত্র ছাড়াই বড় ধরনের এ গুজব ছড়ানো হয়েছে মন্তব্য করে সচিব মোখলেস উর রহমান বলেন, ‘এ ধরনের প্রতিবেদন করে জাতিকে বিভ্রান্ত করে কী লাভ?’

ওই ব্যবসায়ীর প্রসঙ্গে সচিব বলেন, এ ধরনের একজন ভুয়া লোক এত বড় একটি ঘটনা ঘটিয়ে পালিয়ে আছেন, সে ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ বিভাগকে অনুরোধ করা হয়েছে। এছাড়া এবিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তথ্য মন্ত্রণালয়কে বলা হবে বলে জানান সচিব।


আরো সংবাদ



premium cement
দাবি বাস্তবায়নে আলোচনার আশ্বাসে যমুনা ছাড়লেন ৩৫ প্রত্যাশীরা জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের সেমিনার মুন্সীগঞ্জে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ মামলা ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত নির্বাচন প্রসঙ্গে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ‘শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার বানানোর ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা কি কম ছিল?’ বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ তারেক রহমানের ইবিতে দ্বিতীয় মেধাতালিকার সাক্ষাৎকার ৮ অক্টোবর ৯৯৯’র রেসপন্স টাইম আরো কমিয়ে আনা হবে : আইজিপি নিউ নেশনের ইউনিট চিফ বাবলু, ডেপুটি নোমান অবৈধ ট্রাইব্যুনালের বিচারে জীবনহানি- দায় কে নেবে

সকল