৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডিজি মো: ছাইফুল আলম

- ছবি : সংগৃহীত

কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) মহাপরিচালকের (রুটিন) দায়িত্ব পেলেন মো: ছাইফুল আলম। বিসিএস (কৃষি) ক্যাডারের ১১তম ব্যাচের এই কর্মকর্তা ডিএই’র উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি মো: তাজুল ইসলাম পাটোয়ারির স্থলাভিষিক্ত হলেন। মহাপরিচালকের চলতি দায়িত্ব পালন করে আসা তাজুল ইসলাম পাটোয়ারি আজকে অবসরোত্তর ছুটিতে যান।

রোববার কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ ১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মো: ছাইফুল আলম কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালকের রুটিন দায়িত্ব প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে কৃষি সম্প্রসারণ অধিদফতরের ছয়জন উপপরিচালককে (ডিডি) বিভিন্ন পদে বদলি/পদায়ন করা হয়।


আরো সংবাদ



premium cement