২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

গুমের অভিযোগ দাখিল করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে

-

২০১০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ অগাস্ট পর্যন্ত সময়ে জোরপূর্বক গুমের শিকার ব্যক্তি বা তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন অথবা প্রত্যক্ষদর্শী অভিযোগ দাখিল করতে পারবেন বলে জানানো হচ্ছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিটিভিতে।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লিখিতভাবে অভিযোগ দাখিল করা যাবে বলে উল্লেখ করা হচ্ছে।

গুম সংক্রান্ত এনকোয়ারি কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে, বা ডাকযোগে, অথবা ই-মেইলে অভিযোগ জমা দিতে হবে। এজন্য হটলাইন নম্বর ও ই-মেইল এড্রেস দেয়া হয়েছে।

দুটি বিশেষ হটলাইন নম্বর ০১৭০১৬৬২১২০ ও ০২৫৮৮১২১২১, এবং ইমেইল edcommission.bd@gmail.com

অভিযোগ দাখিলের জন্য হটলাইনের মাধ্যমে আগেই সময় নেয়ার (অ্যাপয়েন্টমেন্ট) অনুরোধ জানানো হয়েছিল আগেই।

ঘটনা তদন্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত বিশেষ কমিশন অব এনকোয়ারি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৫ সেপ্টেম্বর।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement