২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

মানুষের মনুষ্যত্ব কোথায়

-

বর্তমান সময়ে মানুষ শিক্ষিত শুধু কাগজে কলমে। মনুষ্যত্বের শিক্ষা মানুষের মধ্যে তেমন একটা নেই। কেনো বললাম এ কথাটা আসুন বিস্তারিত আলোচনা করি।
কিছু দিন আগের কথা। আমি ডিউটি শেষ করে রাতে বাসায় ফিরছিলাম। কাঁটাবন থেকে বাসে উঠলাম গন্তব্য মোহাম্মদপুর। তখন রাত আনুমানিক ১০টার কাছাকাছি হবে। বাসে ছিল প্রচুর ভিড়। মানুষ ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। আসলে ঢাকা শহরের লোকাল বাসগুলো এরকমই। বাসে যতই লোক থাকুক না কেন, তার পরেও কন্ডাকটর বলবে পেছনে সিট খালি আছে। এ এক আজব দেশে বসবাস করছি আমরা। যা হোক কোনরকম বাসে উঠে একটি জায়গা নিয়ে দাঁড়ালাম কিছুক্ষণ। পরে বাসে একজন মহিলা উঠলেন। বয়স আনুমানিক ৬০-৬৫ হবে হয়তো। যেহেতু বাসে প্রচুর ভিড় ছিল যে কারণে মহিলাটি ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না। বাসে পুরুষরা ঠিকমতো দাঁড়াতে পারলেও নারীদের জন্য এটা খুবই কষ্টের। আমরা সবাই জানি বাসে নারী ও শিশুদের জন্য কিছু সিট বরাদ্দ থাকে। সেই বাসেও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু সেই সিটগুলোতে কিছু পুরুষ মানুষ বসেছিল। কিন্তু মহিলাটিকে কোন মানুষই একটি সিট ছেড়ে দিলো না। এ কেমন জাতি আমরা। যেখানে আমরা আমাদের মায়ের বয়সী কাউকে সম্মান দেখাতে পারি না। এ কেমন শিক্ষায় শিক্ষিত আমরা? শুধু তাই নয়, কিছুক্ষণ পরে একটি সিট খালি হলো আমি মহিলাটিকে বললাম, আন্টি আপনি এখানে বসুন। কিন্তু একজন মানুষ মহিলাটিকে বসার সুযোগ না দিয়ে নিজেই বসে পড়ল। ভাবুন তো একবার, সে আসলেই কি মনুষত্বে আছে! আমি আপনাদের কাছে জানতে চাই সেই মহিলাটির জায়গায় যদি আপনার আমার মা বোন থাকত আপনি কি পারতেন তাকে এভাবে দাঁড় করিয়ে রেখে বসে থাকতে? যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে না সে কখনো ভালো মানুষ হতে পারে না। আসলে পশুর গর্ভে জন্ম নিলে সেটি পশুই হয়। কিন্তু মানুষের গর্ভে জন্ম নিলেই সে মানুষ হয় না। তাকে মানুষ বানাতে হয়।
বাস চালক এবং কন্ডাকটরদেরও দায়িত্ব আছে। আপনারা নারীদের বরাদ্দকৃত সিটে তাদের বসিয়ে দিন। এ দায়িত্বটা আপনাদের পালন করতে হবে। আসুন সবাই শিক্ষার সঠিক ব্যাবহার করে মনুষ্যত্ব অর্জন করি।


আরো সংবাদ



premium cement
সুরমা কুশিয়ারায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে বিএসএফের বাধা এখন যারা বড় বড় কথা বলছেন তারা মাঠে ছিলেন না আন্দোলনে : তারেক রহমান বন্দিবিনিময়ের মধ্য দিয়ে প্রথম পর্বের শেষ ধাপ সম্পন্ন পদত্যাগ করবেন নাহিদ নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম অজ্ঞাত প্রতিষ্ঠানে বরাদ্দ দেয়া হয়েছিল ২৯ মিলিয়ন ডলার জনদুর্ভোগ কমাতে আগে স্থানীয় নির্বাচন দিন নতুন দল নিয়ে কাটছে না অনিশ্চয়তা ট্রাম্পের গাজা পরিকল্পনার বিকল্প নিয়ে রিয়াদে আরব নেতাদের বৈঠক ঝিনাইদহে পূর্ববাংলার ৩ জনকে গুলিতে হত্যা : দায় নিয়ে ধোঁয়াশা দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও আর্থিক বৈষম্য এখনো প্রকট : বাণিজ্য উপদেষ্টা আপিল বিভাগের প্রবীণতম বিচারককেই প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ

সকল