২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`

সফলতার যাত্রা

-

নিজেকে চিনতে শিখুন। বাস্তবতায় বিশ্বাসী হোন। অভিযোগ বন্ধ করে নিজের প্রতি মনোযোগী হোন। এলাকার মানুষ আপনার প্রতিভার মূল্যায়ন করেনি। যথোপযুক্ত সম্মানে আপনাকে ভূষিত করেনি। তাই বলে আপনি রেগে যাবেন? না, কখনো তা সমীচীন হবে না; বরং আপনার জন্য উচিত হলো- নিজেকে ফোকাস করা।
যোগ্যতায় বিশ্বাসী হয়ে নির্দিষ্ট বিষয়ে পারদর্শী হওয়া। বিশেষভাবে নিজ এলাকার লোকদের থেকে কখনো সম্মান পাওয়ার অপেক্ষায় থাকবেন না। সম্মানের মালিক আল্লাহ তায়ালা। নিজেকে যোগ্য বানাতে পারলে, ভালো একটি অবস্থানে পৌঁছতে পারলে আপনাকে সম্মান দেয়ার লোকের অভাব পড়বে না! আপনি নিজেকে তখন লুকিয়ে রাখবেন! আর কত সালামের জবাব দেবেন?
যেদিক যাবেন, সেদিক থেকেই সম্মান পাবেন। মূল্যায়ন পাবেন। এ জন্য এলাকাবাসীর প্রতি ক্রুদ্ধ হওয়া, ক্ষুব্ধ হওয়া বন্ধ করুন। নিজের যোগ্যতার প্রতি মনোযোগী হোন। ইনশা আল্লাহ আপনার সম্মান কেবল সময়ের অপেক্ষায়...
জীবন চলার পথে অবশ্যই পছন্দের কাউকে নিজের মুরব্বি বানিয়ে পরামর্শ সাপেক্ষে চলবেন। তবে নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে কখনোই বিসর্জন দিয়ে নয়! যখন দেখবেন, আপনার মুরব্বির পরামর্শে চলতে গেলে নিজের প্রতিভা বিকাশে বিঘœ ঘটে, তবে নিজেকে একটু গুটিয়ে নেয়ার চেষ্টা করুন। আপনার প্রতিভার সাথে মিল রেখে সমসাময়িক যেসব মনীষী বেড়ে উঠেছেন, তাদের শরণাপন্ন হোন। নিজের মনের কথাগুলো খুলে বলুন। নিজেকে উন্নত করার সর্বোচ্চ চেষ্টাটুকু করুন। এভাবে যখন আপনার মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার সন্ধান পাবেন। আর সেটি নিরূপণ করে বিকশিত করতে পারবেন। তখনই আপনি সফলতার দিকে এগোতে শুরু করবেন। এর পরের কাজ লেগে থাকা। প্রথম কাজ নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা চিহ্নিত করা। দ্বিতীয় কাজ, সংশ্লিষ্ট বিষয়ের পারদর্শীদের পরামর্শ গ্রহণ করা। তৃতীয় কাজ জীবনভর লেগে থাকা। বাকিটা আল্লাহ তায়ালা করে দেবেন ইনশা আল্লাহ।


আরো সংবাদ



premium cement