২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নকল

নকল -


আমি প্রাইভেট পড়ানোর সময় তৃতীয় শ্রেণীর একছাত্রকে বললাম ‘প্যারেন্টস’ (ঢ়ধৎবহঃং) ইংরেজি প্যারাগ্রাফটি ভালোভাবে শিখতে।
কারণ, এই প্যারাগ্রাফটি পরীক্ষায় আসতে পারে। ছাত্রটি গাইড বের করে প্যারাগ্রাফটি দেখে বলল- স্যার, গাইডের মধ্যে অনেক কঠিন কইরা ল্যাখা, আপনে একটু সহজ কইরা ল্যাইখা দেন।
আমি তাকে তার পিতা-মাতার নাম দিয়েই প্যারাগ্রাফটি সহজ করে লিখে দিলাম।
রাত পোহালেই ইংরেজি পরীক্ষা দিতে যাবে।
সকাল দিকে আমি তার বাড়ির সামনে দিয়েই একটি বিশেষ কাজে যাচ্ছিলাম।
ছাত্রটির সাথে দেখা হলো।
আমাকে সালাম দিলো, আমি সালামের জবাব দিয়ে বললাম-
: যা যা শিখতে বলেছি তা শেখা হয়েছে তো?
: হ স্যার,অইছে। স্যার, প্যারেন্টস প্যারাগ্রাফটা আইব তো?
: এটাই আসার সম্ভাবনা বেশি। যদি আসে, যেভাবে লিখে দিয়েছি ঠিক সেভাবেই লিখে দিবে।
: ঠিক আছে, স্যার।
আমি আমার কাজে চলে গেলাম। ছাত্রও তার সময় মতো পরীক্ষা দিতে চলে গেল।
আমি আমার কাজ শেষে বিকেলের দিকে বাড়িতে আসার পথে ছাত্রটির মায়ের সাথে দেখা হলো। আমাকে দেখেই নাজায়েজ গালাগালি করতে থাকে। আমার মাথা তো খুব গরম হয়ে গেল।
তবুও আমি আমার মাথা ঠাণ্ডা রেখে তার মাকে নম্রভাবে বললাম-
: কী হয়েছে? আমাকে অযথা গালাগালি করতেছেন কেনো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না।
তারপর, আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বললেন-
: তুই কেমন স্যার? আমার পোলা রে নকল করা শিখাইয়া দিসছ।
আমি বিস্মিত হয়ে বললাম-
: কোনো স্যার চায় না, তার কোনো ছাত্র নকল করুক। আপনে কী বলতেছেন?
আপনার মাথা ঠিক আছে তো? তারপর, তার মা বললেন-
: তোর ল্যাগা, আমার পোলা রে পরীক্ষার হল থ্যাইকা বাইর কইরা দিছে। আমি আমার পোলারে অনেক মারছি।
তুই অরে ল্যাইখা দেস নাই নকল করার ল্যাগা?
: হ্যাঁ, দিয়েছিলাম একটি প্যারাগ্রাফ। নকল করার জন্য নয়, ওটা শেখার জন্য। কারণ, ওইটা আসার সম্ভাবনা আছে, তাই ভালোভাবে শিখতে বলছিলাম। আমার ওই লেখার পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে উই যে নকল করে লিখবে তা তো আমি ভাবিনি। আরো তো ছাত্র আছে আমার, তারা তো আজ পর্যন্ত এমন কিছু করল না।
আপনার ছেলে দু’লাইন বেশি বুঝে দেখেই এ অবস্থা!
এভাবে কিছুক্ষণ তর্কবিতর্ক হয়ে গেল।
অবশেষে তার মা, তা বুঝতে পারলেন- আমি যে তাকে নকল করতে বলিনি।


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে পেঁয়াজ ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার আড়াইহাজারে অটোরিকশার বেপরোয়া গতিতে গৃহবধূর মৃত্যু মহারাষ্ট্রে জয়ের পথে এনডিএ রোহিঙ্গা সঙ্কট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র পেতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : সাকি নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫ জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায়

সকল