২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কদমফুল

কদমফুল -

রূপ-রঙ-গন্ধ সব মিলিয়ে অত্যন্ত দৃষ্টিনন্দন ফুল হলো কদম। কদমফুলের গায়ে লম্বাটে আকৃতির হলুদ পাঁপড়ি আর ভেতরের গোলাকার বলটি নিয়েই ফুলটির রূপ ফুটে উঠে। সাধারণত বর্ষাকালে কদম গাছে থোকা থোকা কদমফুল দেখতে পাওয়া যায়। কদমফুলের সৌন্দর্য অন্য সব ফুল থেকে আলাদা।
বৃষ্টিভেজা দিনে কদমগাছে ঝুলতে থাকা ফুলের রূপ দেখে আকৃষ্ট হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। শিশু-কিশোর-বৃদ্ধ সব বয়সী মানুষই এই ফুলের রূপ-গুণের প্রশংসা করে। বৃষ্টিভেজা দিনে কদমফুলের ঘ্রাণে মৌ মৌ করে বাড়ির আশপাশ। দমকা হাওয়ার সাথে কিছু কদমফুল গাছ থেকে ঝরেও পড়ে। ঝরেপড়া ফুলগুলো নিতে ছোটদের যে কাড়াকাড়ি তা সহজেই এই ফুলের জন ও মনপ্রিয়তাকে ফুটিয়ে তোলে। কদমগাছের পাতাগুলোও দৃষ্টিনন্দন। সাধারণত পাতাগুলো বড় আকৃতির হয়। কদমগাছও অনেক লম্বা হয়। ডালপালা ছেড়ে পাতাগুলো ছড়িয়ে কদমগাছ নিজের মতো করে বেড়ে উঠে। অন্যান্য গাছের চেয়ে কদমগাছ সাধারণত তাড়াতাড়ি বাড়ে। কদমগাছ রাস্তার ধারে, পুকুর পাড়ে বেশি দেখতে পাওয়া যায়।

 


আরো সংবাদ



premium cement