প্রকৃতির সাথে আমিও নীরব
- শামসুল আরেফীন
- ১২ জুন ২০২২, ০০:০০
বাইরে সূর্যের তপ্ত রোদ। আকাশে গাঙচিলের কোনো আনাগোনা নেই। নেই পাখিদেরও কোনো সুর লহরী। তাহলে পাখিরাও কী আজ আমার মতোন হাঁপিয়ে উঠেছে। পাশের ফ্ল্যাটের ছাদের নিচে কিছু কবুতর জবুথবু হয়ে বসে আছে চুপচাপ, যেন নীড়ে ফেরার কোনো ইচ্ছে আজ তাদের মনে অবশিষ্ট নেই বলা চলে। তারাও আজ বড্ড গরম অনুভব করছে শরীরে।
আর রোদ যে এত বেশি প্রখর আকার ধারণ করবে তা তো কল্পনাতীত।
এই তো সেই দিনের রোদে জমিনের মাটিগুলো একেবারে কড়কড়ে হয়ে ওঠে ছিল। মনে হচ্ছে পুরো মাটিতেই কেউ এসে উনুন পেতে দিয়েছে। আর সেই উনুন মাটির উপরি ভাগকে তাপ দিয়ে আগুনে রূপ দিচ্ছে। তা যেন একদম নরক থেকে ছিটকে আসা আস্ত একখণ্ড আগ্নেয়গিরি।
সব কিছুতে কেমন যেন বিরক্তি লাগছে। কোনো কিছুতেই মন স্থির হচ্ছে না। তার পরেও বিরক্তির রেশটা একটু টেনে কাজে মন দিলাম। আর কিছুক্ষণ কাজ করার পর ঘরময় পায়চারি করতে লাগলাম। ঘরে সিলিংফ্যানের বাতাস গরম হয়ে শরীরের ওপর গরম প্রভাব বিস্তার করছে। আজ যেন কিছুতেই ফ্যান থেকে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হবে না। যেন ঘরের সিলিংফ্যান আমার ওপর বিদ্রোহ ঘোষণা করে বসে আছে।
প্রকৃতিরাও আজ কেমন নিবিড় নিশ্চুপ হয়ে কিছু একটা ভাবছে। তা না হলে এতক্ষণে তাদের ঝিরঝিরে হিমেল প্রবাহে আমার উষ্ণগায়ে বরফে রূপ নিতো। তাই এখন আমিও প্রকৃতির সাথে তালমিলিয়ে নীরবতা পালনে উদগ্রীব হয়ে আছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা