শখের দেয়ালিকা
- হুসাইন আহমদ
- ২০ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
প্রতিটি মানুষের মধ্যেই আশা, স্বপ্ন ও শখ এই জিনিসগুলো থাকেই, থাকতেই হয়। কারণ, সুন্দরভাবে বেঁচে থাকতে হলে এই জিনিসগুলো লালন করেই জীবনকে অতিবাহিত করতে হয়। তা ছাড়া জীবনকে সুন্দর করে, সুন্দরভাবে অতিবাহিত করা যায় না। বলতে গেলে কল্পনাও করা যায় না। তাই তো আমাদের সবার জীবনেই কমবেশি কিছু আশা, স্বপ্ন ও শখ ছিল, আছে। তন্মধ্যে আমার আশাগুলো সীমিতই কিন্তু স্বপ্ন অনেক বড় বড়। আর সে স্বপ্নগুলোর ক্ষেত্রে আমি আশাবাদীও। কেননা, স্বপ্ন দেখতে, দেখাতে ও সে স্বপ্নগুলো নিয়ে যথাসাধ্য চেষ্টা করতে পছন্দ করি, ভালো লাগে, ভালোবাসি। আর শখগুলো তো খুব বড় কিছু বা আহামরি কিছু নয়, যে তা পূরণ করা সাধ্যের বাইরে, অসম্ভব কিছু। এই যেমন লেখালেখি, আঁকাআঁকি ও আর্ট করা ইত্যাদি। আর অবশ্যই আমাদের এই ক্ষুদ্র জীবনে এইটুকু শখ থাকাটা কোনো অপরাধ বা বেশি কিছু নয়। ‘শখ’ ব্যাপারটি তো সাবলীল, গ্রহণযোগ্য ও নিরপরাধ একটি জিনিস। আর আমি মনে করি এই রকম সুন্দর, গ্রহণযোগ্য ও নিরপরাধ শখগুলো মনের মধ্যে ধারণ ও লালন করাটাও একটা আর্ট।
তাই তো মাঝে মাঝে বাধার সব পর্দা সরিয়ে মুক্তমনে শখগুলো নিয়ে ভাবতে, আঁকতে ও কাজ করতে বেশ ভালোই লাগে। ভালোই লাগে সময়-স্রোতের বাইরে গিয়ে সব কাজ ভুলে/রেখে একটু সময় নিজের মতো কাটিয়ে দিয়ে বর্তমানের ব্যস্ততাকে এড়িয়ে যেতে। ভালোই লাগে শীতের লম্বা রাত্রিতে হালকা/মৃদুমন্দ শীতলতায় নিজ শখগুলো পূরণ করতে ও... ভালোই লাগে। তাই তো সময়-সুযোগ পেলে শখ পূরণার্থে খাতার পাতায়, আর্টপেপারে লিখতে, আঁকতে ও ঘরের দেয়ালিকা তৈরি করার কাজ করতে ভালোই লাগে। এই দেয়ালিকাগুলো একটা সময় বছরে দুই-তিনটি করে তৈরি করা হতো, যার কাজগুলো সত্যি দারুণ ছিল। যা খুবই শখের একটি জিনিস ছিল। এভাবে আমরা সবাই যদি আমাদের এই ক্ষুদ্র জীবনের ভালোলাগা শখগুলোর প্রতি দৃষ্টিপাত করি! তাহলে হাজারো অপূর্ণতার ভিড়েও কিছু কিছু শখ পূরণের মাধ্যমে অনেকটাই সুখী হতে পারি! হ্যাঁ, আমরা সময়ের স্রোতে, যান্ত্রিকতার চাপে আর বিভিন্ন সীমাবদ্ধতার কারণে যদিও এগুলো করার সময় হয়তো হয়ে উঠে না। কিন্তু অতীত, স্মৃতি, আশা, স্বপ্ন ও শখ এগুলো তো কখনো একেবারেই ভুলে থাকা যায় না। তাই কখনো মনের আড়াল হলেও মাঝে মধ্যেই হৃদয়ে তা নাড়া দিয়ে যায়। তাই তো মাঝে মধ্যে অনেকেই এগুলো নিয়ে আঁকাআঁকি, লেখালেখি ও আর্ট করে, কারণ তারা পছন্দ করে, ভালোবাসে। আমিও তাদের ব্যতিক্রমী নই।
অতএব, আসুন আমরা আশা, স্বপ্ন ও শখ এই জিনিসগুলো বুকের মধ্যে লালন করি এবং এগুলোর বিনির্মাণে ও পূরণে সর্বাত্মক চেষ্টা করি। জীবনটাকে সহজ, সাবলীলভাবে অতিবাহিত করি। সাফল্যমণ্ডিত করি। আর এ কথা মনে রাখি, আমাদের আশা, স্বপ্ন ও শখগুলো নিয়েই আমাদের জীবন। আর তা আমাদেরই বাঁচাতে হবে ও পূরণ করতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা