শখের নান্দনিকতা
- মো. জোবাইদুল ইসলাম
- ৩০ জানুয়ারি ২০২২, ০০:০০
শখ। সুন্দর একটি শব্দ। নানান মানুষের নানান রকম শখ থাকে। তবে একজনের শখ অন্যজনের সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে আবার ভিন্নও হতে পারে। শখের এমন নান্দনিকতা আমরা হরহামেশাই দেখতে পাই। যেমন কারো শখ বই পড়া, কারো শখ মুভি দেখা, কারো শখ ফুল বাগান করা। আবার কারো শখ ক্যালিগ্রাফি করা। কারো শখ ফটোগ্রাফি করা। কারো শখ ছড়া লেখা। কারো শখ গল্প লেখা। নানান শখের মানুষ দেখা যায় এই পৃথিবীতে। মানুষের নানান শখের কারণেই ভিন্ন ভিন্ন বৈচিত্র্যতা আমরা দেখতে পাই। আবার কারো কারো শখ কখনো কখনো তার নেশায় পরিণত হয়। যেমন কারো শখ বা নিত্য অভ্যাস হলো লুডু খেলা। এই শখটা একসময় এমন পর্যায়ে চলে যায় যে তা যেন তখন তার নিত্য দিনের নেশায় পরিণত হয়ে যায়। আবার কারো কারো দারুণ দারুণ শখ থাকা সত্ত্বেও তা পূর্ণতা পায় না। আমার কথাই বলি, আমার ক্যালিগ্রাফি করার খুব শখ। কিন্তু ক্যালিগ্রাফি করার উপকরণ, শিখন এবং সময়ের অভাবে আমার ক্যালিগ্রাফি করার শখটা পূর্ণতা পাচ্ছে না। আবার কেউ না চাইতেইও তার শখটা পূর্ণতা পেতে পারে।
পৃথিবীতে বিভিন্ন শখের মানুষ থাকার কারণেই পৃথিবীটা এত সুন্দর। আচ্ছা, যদি পৃথিবীর সব মানুষের শখ একই রকম হতো তাহলে পৃথিবীটা কেমন হতো? থাকত না কোনো ভিন্নতা, থাকত না বৈচিত্র্যতা, থাকত না কোনো ভিন্ন রূপ-বৈশিষ্ট্য। শখ কখনো পুরনো হয় না সবসময়ই নতুন থাকে। কারণ শখ যার যার একান্ত ব্যক্তিগত। কারো শখ কেউ পছন্দ করতেও পারে আবার পছন্দ নাও করতে পারে। তবুও যার শখ তার কাছে অনেকটাই স্পেশাল। শখের বসে কোনো কাজ করাটা সত্যিই আনন্দের। আনন্দটা আরো বেড়ে যায় যখন কেউ সেটার প্রশংসা করে অথবা সেটা পছন্দ করে। আবার উৎসাহ পেলে শখের পরিধিও বাড়ে। অনুৎসাহিত করা হলে সেই শখটার পরিধি ক্ষণিকের জন্য স্থির হয়ে যায়। পুনরায় গতি পেতে কিছুটা সময় লাগে।
আবার আমরা এমনও ঘটনা দেখি যে, কেউ শখ করে কোনো কাজ করে তা দ্বারা বিশ্ব রেকর্ডও করে ফেলে। ধরা যাক, একজন মেয়ে শখ করে চুল অনেকটা লম্বা করল। একপর্যায়ে গিয়ে সে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের রেকর্ডধারী হিসেবে স্বীকৃতি পেয়ে গিনেস বুকে জায়গা করে নিলো। এভাবে কেউ শখ করে ডাকটিকিট জমাতে জমাতে বিশ্বের সবচেয়ে বেশি ডাকটিকিট সংগ্রহকারীর স্বীকৃতি হিসেবে গিনেস বুকে নাম উঠাল। এভাবে শখ কখনো কখনো স্বীকৃতি এনে দিতে পারে।
তাই আমরা বলতে পারি, শখের নান্দনিকতা মুগ্ধতা ছড়ায়। ছড়ায় প্রশংসার ফুলঝুরি। মনের মাঝে শখের বাজারে নিত্য ফোটে ফুলকুঁড়ি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা